All Resource

বিজ্ঞাপন কপি বা অ্যাডকপি রাইটিং অথবা কপিরাইটিং পর্ব ১

অনেকে নিজের পণ্যের বিজ্ঞাপন লেখার চেষ্টা করেন কিন্তু লিখতে পারেন না কি ভাবে লিখবে সেটা মাথায় থাকলেও পরিপূর্ণ রূপ দিতে পারেন না তথ্য গুলা গোছানো না থাকার কারণে।

Articles
29 December 2024

👉আজকের এই সমস্যার সমাধান হিসেবে পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে । যে কোন ব্যাবসার বিজ্ঞাপন স্ক্রিপ্ট বা বিজ্ঞাপন কপি লেখার পূর্বে ১০  টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিলে সহজে বিজ্ঞাপন কপি লিখতে পারবেন, যারা নিজের পণ্যের বিজ্ঞাপন কপি লেখা শুরু করতে চান তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

👉আজকের ১ম পর্বের লেখাটি ৫ টি পয়েন্ট নিয়ে কথা বলবো এবং আপনাদের চাহিদার ওপর নির্ভর করবে ২য় পর্ব। ২য় পর্ব চাইলে কমেন্ট করতে ভুলবেন না।

.টার্গেট অডিয়েন্স🎯 (Target Audience): বিজ্ঞাপনটি কাদের জন্য তৈরি হচ্ছে, যেমন বয়স, লিঙ্গ, পেশা, আগ্রহ,চলাফেরা, এক্টিভিটি ইত্যাদি। এটি স্ক্রিপ্টের ভাষা ও শৈলী নির্ধারণ করতে সাহায্য করে।টার্গেট গ্রূপের মানুষের ব্যাক্তিত্ত বুঝতে হবে তাঁদের মত করে কনটেন্ট লিখতে হবে। উদহারণ হিসেবে, ধরুন আপনি কফি মেকার সেল করবেন, এবার আপনার চিন্তা করতে হবে কফি যিনি বিক্রয় করেন তার মনের চাহিদা কি❓সে কি চায়❓ তাকে কি ভাষা ব্যবহার করতে হবে, কোন শব্দ বললে সে দাঁড়িয়ে যাবে আরো অনেক বিষয় রয়েছে সে গুলা ধীরে ধীরে জানবো ইনশাআল্লাহ ।

২.ব্র্যান্ড মেসেজ (Brand Message): এই বিজ্ঞাপন দ্বারা .ব্র্যান্ড কী বার্তা দিতে চায় এবং সেই বার্তাটি স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে কীভাবে তুলে ধরা যাবে তা বুঝতে হবে। উদাহরণ :আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করছেন তার একটি নির্দিষ্ট বার্তা তথা ম্যাসেজ আছে, সফটওয়্যার কোম্পানির ম্যাসেজ "আমাদের প্রযুক্তি সময় বাঁচাতে এবং  কাজকে সহজ করতে সাহায্য করে।"

3.উদ্দেশ্য (Objective): বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য কী?কি জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান উদাহরণস্বরূপ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস,পণ্য বিক্রি করা, সচেতনতা বৃদ্ধি করা, বা একটি নির্দিষ্ট কাজ করতে অনুপ্রাণিত করা।এই উদ্দেশ্য গুলা বুঝে সঠিক প্ল্যান অনুযায়ী কাজে লাগাতে হবে। উদাহরণ :আমি যে কারণে বিজ্ঞাপন দিচ্ছি অর্থাৎ আমি ভিডিও এডিটিং 📽️বিষয় সার্ভিস দেয় এখন আমার উদ্দেশ্য ভিডিও বিজ্ঞাপনে যারা আগ্রহী তাঁদের আলাদা অডিয়েন্স তৈরি করা, আমার কনটেন্ট দ্বারা উদ্দেশ্য ভিডিও ভিউ করানো।

4.পণ্য বা সেবার বৈশিষ্ট্য (Product or Service Features): পণ্য বা সেবার মূল বৈশিষ্ট্য এবং তার বিশেষত্ব সম্পর্কে, কি কি সমস্যার সমাধান করছে, মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে, কি কি সুবিধা সে পাবে এ সকল বিষয় পরিষ্কার ধারণা থাকতে হবে, যাতে তা বিজ্ঞাপনে সঠিকভাবে ফুটে ওঠে। এখানে যেটা করতে হবে  মূলত পণ্যকে প্রপার ভাবে রিসার্স করা, প্রশ্ন উত্তর খোজা এবং খুঁটিনাটি বিষয় গুলা আয়াত্ত করা।

5.প্রতিযোগী বিশ্লেষণ (Competitor Analysis): বিজ্ঞাপন কপি লেখার পূর্বে প্রতিযোগীদের বিজ্ঞাপন দেখে তাদের কীভাবে উপস্থাপন করা হচ্ছে তা বিশ্লেষণ করে তাঁদের থেকে ভিন্ন ভালো কিছু  তৈরির চেষ্টা করা। তাঁদের বিজ্ঞাপন দেওয়ার ধরণ, ভাষা, ভঙ্গি, ইত্যাদি গভীর ভাবে উপলব্ধি করতে হবে।

উদাহরণ :কনটেন্ট এ কি কি ফরম্যাট ব্যবহার করছে❓কেন কনটেন্ট ভালো লেগেছে❓কেন ভালো লাগেনি❓কি ধরণের শব্দ ব্যবহার করছে, কেমন ইমোশনাল হবে কনটেন্ট দেখে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে।   কনটেন্ট টি উপকারে আসলে লাইক দিতে ভুলবেন না, এ বিষয় প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী পর্ব আপনাদের সাড়া পেলে লিখবো ইনশাআল্লাহ। 

উদাহরণ :কনটেন্ট এ কি কি ফরম্যাট ব্যবহার করছে❓কেন কনটেন্ট ভালো লেগেছে? কেন ভালো লাগেনি? কি ধরণের শব্দ ব্যবহার করছে, কেমন ইমোশনাল হবে কনটেন্ট দেখে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে।

See Oxio One in action

Find out the true value of your website traffic sources and boost online ads' performance